রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইলে বিনামূল্যে শরীফ আতিয়ার রহমান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইলে বিনামূল্যে শরীফ আতিয়ার রহমান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইলনড়াইলে পারিবারিক ভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শতাধিক রোগীকে নিজ বাসভবনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন একই পরিবারের ছয় চিকিৎসক। এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা।

শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক, আরেক ছেলে ডাক্তার শরীফ শামীম আতীকসহ তাদের পরিবারের ছয় সদস্য বিভিন্ন রোগের চিকিৎসা দেন।

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীকের নেতৃত্বে তাদের পরিবারের ছয় সদস্য প্রতিমাসের শেষ শুক্রবার নিজেদের বাড়িতে বিনামূল্যে রোগি দেখেন। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এছাড়া বিভিন্ন ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে প্রতিমাসের শেষ শুক্রবার আমাদের পরিবারের সবাই যার যার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি নড়াইলে চলে আসি। বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজনের সহযোগিতা পেলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের পরিধি আরো বাড়াতে চাই। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য সত্যিকার মানবসেবা। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া।

এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-গাইনী ও প্রসূূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, দন্ত ও মুখমন্ডল বিশেষজ্ঞ ডাক্তার শরীফ শামীম আতীক, ডাক্তার শরীফ জায়েদ আতীক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক গাইনী বিশেষজ্ঞ জান্নাতুন প্রিয়াংকা ও ডাক্তার ফারিহা জেবীন হৃদি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন