মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মিন্টু, ভাইস চেয়ারম্যান শাহীনুর ও মনোয়ারা

জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মিন্টু, ভাইস চেয়ারম্যান শাহীনুর ও মনোয়ারা
রবিউল ইসলাম রাজ নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে মোট ১০৫টি ভোট কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে দেখে যায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩৯০৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম আজম এলিচ (মোটরসাইকেল) পেয়েছেন ৩১০৪৬ ভোট। অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর পেয়েছেন (চিংড়ি) ২১৮৩৬ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম (আনারস) পেয়েছেন ৫০৬০৫। ভাইস চেয়ারম্যান পদে
শাহীনুর রহমান (টিউবওয়েল) ৪৮৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন লিটন (চশমা) ২৩৮৮২ ভোট ও নুর আলম (তালা) ২২৮৩২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (ফুটবল) 88৮৩৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিতা রানী (কলস) ২৭৫০৯ ভোট, রাহেনা বেগম (প্রজাপতি)১২৬৫৮ ভোট ও মাসুমা কিবরিয়া সিমা (হাস) ৯১২৫ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ম্যাজিস্ট্রেট,  র্্যাব, পুলিশ, আনছার বাহিনী পুরো পরিবেশ নিয়ন্ত্রণে রাখার কারণে কোন অপ্রীতকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন