পার্বতীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
সোহেল সানী। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পৃথক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিা অফিসের আয়োজনে (বালক ও বালিকা) টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি পার্বতীপুর পৌর স্টেডিয়ামে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ২০৭ প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এ্যাড, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর পোর মেয়র মোঃ আমজাদ হোসেন ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। বঙ্গমাতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। তারা ট্রাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে হাবড়া ইউনিয়নের শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। তারাও ট্রাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাদশকে হারিয়েছে। দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করেন সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।