প্রতীক পেয়েই প্রচারণা ও জনসংযোগ শুরু করলেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের নৌকার মাঝি ড.শিরিন শারমিন চৌধুরী
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ নির্বাচন কমিশনের কাছে রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই জনতার কাছে জন সংযোগ ও প্রচারণার কাজে বেরিয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ পৌরসভার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও পীরগঞ্জ সদর ইউনিয়নে ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে পৌর বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর আজ মঙ্গলবার দিনভর ৭ নং বড়আলমপুর ইউনিয়নের ফলির বিল বাজার,পত্মীচড়া, সন্নাসী বাজার, রাজারামপুর, ছোট উজিরপুর, উজিরপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আগামী ৭ ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মঈনুল ইসলাম লাভলু , উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, সেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী, সেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ মিয়া, জেলা যুবলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ইসলাম, সাধারন সম্পাদক বকুল মিয়া, সাবেক সাধারন সম্পাদক আনিছার রহমান সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্