সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

উলিপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে এই মহীয়সী নারীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে উপজেলা চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুলতানা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, উপজেলা কৃষি অফিসার মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ছখিনা খাতুন, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন