বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দেড় যুগ পর আদালতের নিযুক্ত কমিশনারের মাধ্যমে জমির দখল বুঝিয়ে পেল

দেড় যুগ পর আদালতের নিযুক্ত কমিশনারের মাধ্যমে জমির দখল বুঝিয়ে পেল
উলিপুর (কুড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘ দেড় যুগ আইনি লড়াই শেষে চূড়ান্ত রায়ের পর প্রকৃত জ‌মির মা‌লিক‌কে দুই একর ৪৫ শতক জ‌মি বু‌ঝি‌য়ে দে‌ওয়া হ‌য়ে‌ছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবা‌ড়ি এলাকার ম‌তিয়ার রহমান গং ও আব্দুল হা‌কিম গং‌দের মা‌ঝে বি‌রোধপূর্ণ জ‌মি বু‌ঝে দেওয়া হয়।
 এ সময় উপ‌স্থিত ছি‌লেন, কু‌ড়িগ্রাম জেলা জজ আদালতের নাজির ফরিদুল ইসলাম, জেলা জজ কোর্টের সিভিল কমিশনার আখতারুজ্জামানসহ আইশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরা।
কুড়িগ্রাম সহকারী জজ আদালত, চর রাজিবপুরের অন্য ডিক্রীজারি ০৪/২৩ ইং মোকাদ্দমার নালিশী দুই একর ৪৫ শতক জমির দখলে ঢাকঢোল পিটিয়ে লাল নিশান টাঙিয়ে বাদী ও বিবাদীগণকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন