রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

 ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধব করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। বুধবার(১০ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামন থেকে তিনকোণা মোড় পর্যন্ত রাস্তায় পাঁচ শতাধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে

সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, উজ্জ্বল কুমার মোহন্ত, রোকুজ্জামান, আব্দুর রহমান বাবু, মোছা. মোকছেদা বেগম, মোস্তাক আহমেদ, রিয়াজুল ইসলাৃম রন্জু, আশরাফুল হক, খাইরুল সরকার এবং ফুলবাড়ী কাব স্কাউটের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বৈষম্যবিরোধী অন্তর্বতীকালিন সরকারের কাছে দাবী জানান যে, স্নাতক পাশ করে অন্যান্য চাকুরীতে ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১৩তম গ্রেডে চাকুরী করছেন, এটা একটা বিরাট বৈষম্য। তারা অবিলম্বে তাদেরকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন