রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ঘন কুয়াশা ও তীব্র শীতে পলাশবাড়ীতে বীজতলা ক্ষতিগ্রস্ত 

ঘন কুয়াশা ও তীব্র শীতে পলাশবাড়ীতে বীজতলা ক্ষতিগ্রস্ত 
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
 জেলার পলাশবাড়ীতে ঘন কুয়াশা ও হাড়কাপানো শীতে চলতি বোরো মৌসুমের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায় চলতি বছরে বোরো মৌসুমে বীজ বপনের সময় থেকে এখন পর্যন্ত ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারনে বীজ বেশি গজায়নি এবং যেটুকুও গজিয়েছে তাও আবার অতিরিক্ত ঠান্ডার কারনে বেশি বড় হয়নি বলে জানিয়েছেন মহদীপুর ইউনিয়নের কৃষক আব্দুল্লাহ।গাড়ানাটা’র কৃষক ইসমাইল জানান বীজতলায় কুয়াশার ঔষধ, সার,পানি বেডের উপর পলিথিন ব্যবহার করার পরেও কোন কাজ হয় নি।আশানুরূপ বীজ না হওয়াতে  কি দিয়ে জমি গাড়বো চিন্তিত আছি বলে জানান তিনি। সুইগ্রাম এর কৃষক মাহাবুব জানান এত যত্ন করেও শেষ পর্যন্ত অরিরিক্ত কুয়াশা ও শীতের কারনে  বীজতলা মরে যাচ্ছে।
এ বিষয়ে মহদীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকতা মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি  জানান, যাহারা আগে বীজ লাগিয়েছেন তাদের বীজতলার কোন সমস্যা হয়নি, আর যেনারা একটু দেরিতে বীজ লাগিয়েছেন বেশি শীত এবং ঘনকুয়াশার  কারনে তাদের বীজ বেশি লম্বাও হয়নি এবং একটু সমস্যাও হয়েছে। তবে প্রতিদিন সকালে বীজতলার উপর কুয়াশা ফেলে দিতে হবে বলেও পরামর্শ দেন তিনি। চলতি বোরো মৌসুমে বীজের কোন সমস্যা হবে না বলে জানান তিনি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন