মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও পৌরসভার পরিষদ পাড়া এলাকায় ছুরিকাঘাতে ইস্টফান তিরকী (৪৬) নামে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে। নিহত ইস্টফান (৪৬) ঠাকুরগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরিষদ পাড়ার দানিয়েল তিরকি ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ঘটনাস্থলে এসে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ১০টায় রবি ড্রাইভারের বাসার সামনে নিহত ইস্টফান তিরকিকে (৪৬) গুরুতর জখম অবস্থায় অন্ধকারে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইস্টফান তিরকিকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সালাম জানান, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, জমিজমার বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করছি। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করার জন্য।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন