হাসপাতালে ভর্তি থাকসিন সিনাওয়াত্রা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রাতারাতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা নিয়ে উদ্বেগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১৫ বছর স্ব-নির্বাসিত থাকার পর দেশে ফিরতেই মঙ্গলবার তাকে কারাবন্দি করা হয়। কারাগারে প্রথম রাতেই তিনি অসুস্থবোধ করেন। খবর রয়টার্স। গণমাধ্যমটি জানায়, ৭৪ বছর বয়সী ধনকুবের থাকসিনের বর্তমান অবস্থা সম্পর্কে পুরোপুরি কিছু জানা যায়নি এবং তার প্রতিনিধিদের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে, তারা সাড়া দেয়নি। তবে এক বিবৃতিতে বলা হয়েছে, থাকসিন বুকের চাপ এবং উচ্চ রক্তচাপ অনুভব করেছিলেন এবং বুধবার রাত ২টার দিকে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। থাকসিন মঙ্গলবার তার দেশে আসেন এবং সেদিনই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, থাকসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ কারাগার তিনি সঠিক যত্ন পাবেন, এমন নিশ্চয়তা দিতে পারেনি। সহকারী ন্যাশনাল পুলিশ চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রচুয়াব ওংসুক রয়টার্সকে বলেন, ‘কারাগারে ডাক্তার ও চিকিৎসা সরঞ্জামের অভাব তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, ১৫ বছর স্ব-আরোপিত নির্বাসনে থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টাই ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে নিজ দেশে ফিরেছেন থাকসিন। তার বোন থাইল্যান্ডের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এর আগে টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায়, থাকসিন একটি ছোট উড়োজাহাজে চড়ার সিঁড়ি দিয়ে হাটঁছেন। তার দেশে ফেরার কথা ঘোষণার পরপরই তার সমর্থকরা লাল পোশাক পরে আনন্দ উল্লাস করে। যদিও জানানো হয়েছিল তিনি দেশে ফিরলেই তাকে পুলিশ গ্রেফতার করবে। থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার তিনি ক্ষমতায় আসেন ২০০১ সালে। তবে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তারপর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। দুর্নীতির মামলায় থাকসিনের অনুপস্থিতিতে বিচারে ২০০৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। যদিও সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।