রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রংপুর বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

রংপুর  বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মঙ্গলবার রংপুর এসটিআই বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে মেসার্স তিস্তা পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার, বনবিথী, হাউস-১২, রোড-৪, শ্যামলী লেন, মহানগর, রংপুর, পণ্য- প্যাকেজড ড্রিংকিং ওয়াটার; এবং  মেসার্স আপন তামান্না ফুড প্রোডাক্টস, মহব্বত খা, উমরকুটি, মহানগর, রংপুর, পণ্য-চিপস (পাখি ও বাইসাইকেল) ও চানাচুর (আপন) ; প্রতিষ্ঠান ২টির স্বত্ত¡াধিকারীর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

 

 

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন