শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অর্ধগলিত অজ্ঞাত মরদেহের পরিচয় মেলেনি লালমনিরহাটের তিস্তায় ভেসে আসা ২ ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

অর্ধগলিত অজ্ঞাত মরদেহের পরিচয় মেলেনি লালমনিরহাটের তিস্তায় ভেসে আসা ২ ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের তিস্তা নদীতে ভেসে আসা ২ ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ ও বিজিবি। শুক্রবার ৬ অক্টোবর রাতে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী সীমান্তে দিয়ে ২ ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ও ভারতের পক্ষে দিনহাটা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব- ইন্সপেক্টর রাজেন্দ্র তামাংসহ বিএসএফ গিতলদাহ ক্যাম্পের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার ৬ অক্টোবর সকালে ও বৃহস্পতিবার ৫ অক্টোবর রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ও হরিনচওড়া এলাকা থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের উত্তর সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটের তিস্তা অববাহিকে বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। কম পানিতে মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কালমাটি ঘাট এলাকায় তিস্তা নদীর চরে কাজে গিয়ে একটি মরদেহ দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। অপরদিকে, শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না চরে তিস্তা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। তবে এ মরদেহটি ভারতীয় কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অজ্ঞাত ২ মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া করে, ভারতীয় বলে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন