রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুর্গাপূজায় শিলা দেবীর দুই গান

দুর্গাপূজায় শিলা দেবীর দুই গান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  দুর্গাপূজায় মণ্ডপের মন্ডপে কেবল পূজা অর্চনাই চলে না, বাজে পূজার গানও। প্রতি বছরই পূজার নতুন গান প্রকাশে মুখিয়ে থাকেন সংগীতশিল্পীরা। এবারের দুর্গা পূজায় তাইতো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সিলন সুপার সিঙ্গার খ্যাত সংগীতশিল্পী শিলা দেবী। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার আনন্দ খানিকটা বাড়িয়ে দিতে ‘হে ভবানী’ ও ‘আশ্বিনে এলো দুর্গা’ শিরোনামে দুইটি গান গেয়েছেন তিনি। গান দুটোর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে।

‘হে ভবানী’ গানটি প্রকাশ পাবে কণ্ঠশিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’তে। এছাড়াও অনলাইন বিভিন্ন প্লাটফর্মে গান দুটি মুক্তি পাবে। এই গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। তিনি নিজেই মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন। মিউজিক করেছেন সুমন কল্যাণ।

‘হে ভবানী’ ছাড়াও সংগীতশিল্পী শিলা দেবীর আরো একটি গান আসছে এবারের পূজায়। ‘আশ্বিনে এলো দুর্গা’ শিরোনামের এই গানটিতে আরো গেয়েছেন সংগীতশিল্পী পুলক অধিকারী ও চম্পা বণিক। হীরেন্দ্রনাথ মৃধার লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী আর সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা।

গান দুইটি প্রসঙ্গে সংগীত শিল্পী শিলা দেবী বলেন, ‘উৎসব মানেই আনন্দ। উদযাপনের নানা আয়োজন। বাঙালি জীবনে এর মাত্রা আরো বেশি। কেবল ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি পূজা। বরং ধর্ম বর্ণ নির্বিশেষে মণ্ডপে মণ্ডপে পূজার নানা আয়োজনের শামিল হন সবাই। দেবীর কাছে ভক্তের যত আহবান কিংবা আকুতি, কী উঠে এসেছে গান দুটির কথায়। চেষ্টা করেছি ভালোভাবে গাইতে। গান দুটি নিয়ে ভীষণ আশাবাদী।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন