শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় সার্কিট হাউজ মিলনায়তন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাব্বির সাজ্জাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা দিবসটি তাৎপর্য তুলে ধরে বলেন যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ু গত সংকট মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। এ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরী। টেকসই বিশ্ব বিনির্মাণে যুবদের জন্য সবুজ দক্ষতা অত্যন্ত সময়োপযোগী যদিও সুস্থ ও টেকসই সমাজ গঠনে সবুজ দক্ষতা সকলেরই প্রয়োজন। অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই টেকসই অভীষ্ট উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সকল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই গুরুত্বপূর্ণ অংশীদার।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন