শ্রীমঙ্গলে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেপ্তার ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলা থেকে চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ২ আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে চোরাইকৃত স্বর্ণালংঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেন, শ্রীমঙ্গল উপজেলার বৌলাশী গ্রামের গনি মিয়া ওরফে সুরত মিয়ার ছেলে মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজারের পাহাড় বর্ষিজোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান শাকিল। মামলার তদন্তকারী অফিসার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মমেদ জানান, মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার সদর উপজেলার কাজীরগাঁও এলাকা থেকে প্রথমে এই চুরির ঘটনায় জড়িত আসামি মুজিবুর রহমান মুজিবকে চোরাইকৃত একটি মোবাইলফোনসহ গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে মুজিবের দেওয়া তথ্য মতে এই চুরি ঘটনায় জড়িত অপর আসামি জনৈক আব্দুল আজিজ এর বাড়িতে অভিযান চালিয়ে ঘর তল্লাশি করে একটি গ্রিল কাটার মেশিন এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। পরে বেরিরপারস্থ আজিজের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একজোড়া স্বর্ণের কানের দুল, একটি ছাতা এবং বিভিন্ন ধরনের ৪ জোড়া ইমিটেশনের চুড়ি উদ্ধার করা হয়। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদরের শিমুলতলা বাজারের চোরাই স্বর্ণ ক্রয়কারী সাইদুর রহমান শাকিলকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ১২ অক্টোবর, রাতে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গ্রামের দিপালী দাসে ঘরে অজ্ঞানামা কয়েকজন প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দিপালী দাস শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।