রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শিবগঞ্জে পালিত হলো বাংলা নববর্ষ

শিবগঞ্জে পালিত হলো বাংলা নববর্ষ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া’ অগ্নি¯œানে শুচি হোক ধরা” শ্লোগানে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ১৪৩০ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

১৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় দিকে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ষবরণেন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের কর হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকে উপলে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, এটিও কৃষ্ণা তরফদার, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত, শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শিবলী, দৈনিক জয়যুগান্তর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, দৈনিক মুক্ত সকাল উপজেলা প্রতিনিধি সাজু মিয়া সহ কিশোর-কিশোরী কাবের শিক্ষার্থীবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন