পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার জিপি এ ৫ প্রাপ্ত ২২ জন কৃতি আলীম শিক্ষার্থীর সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন,আরবি প্রভাষক মাওঃ আহসান হাবিব, হাকিমপুর কলেজের সাবেক অধ্যাপক আজাদ আলী,জয়পুরহাট হানাইল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রুহুল আমিন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও:মোঃ তোহা আলম ও কড়িয়া মাদ্রাসার সহকারি মৌলভী মোঃ শাহনুর রহমান প্রমূখ। শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা সারক প্রদান করেন অতিথিবৃন্দ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকগণের ভূমিকা শীর্ষক আলোচনা,সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হলো। এবারে ২০২৩ সালে আলিম পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তারা সকলেই (শতভাগ)পাশ করেছে। ফলাফল বিবেচনায় অত্র জেলার মাদ্রাসা সমূহের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের এই প্রতিষ্ঠান। গত বছরেও আমরা এই কৃতিত্ব অর্জন করেছিলাম।