শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে শীতার্থদের মাঝে বিজিবি’র শীত বস্ত্র বিতরণ

দিনাজপুরে শীতার্থদের মাঝে বিজিবি’র শীত বস্ত্র বিতরণ
 দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে চলমান তীব্র শীতে সীমান্ত এলাকায়  বিপর্যস্থ অসহায় শীতার্থ দরিদ্র মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সেক্টর সদর দপ্তর, দিনাজপুর এবং  (৪২ বিজিবি) ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।২৩ জানুয়ারি মঙ্গলবার দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিরল উপজেলার এনায়েতপুর বিওপি এলাকার ৩৫০ জন শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১৫০ টি শীতবস্ত্র (কম্বল) এবং বাচ্চাদের জন্য ২০০টি মাফলার ও কানটুপি বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন  ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর।  প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে বিপর্যস্থ অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্থ বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন  দিনাজপুর সেক্টর কমান্ডার, কর্নেল রাশেদ আসগর পিএস সি, জি, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মোঃ আহসানউল ইসলাম পিএসসি, উপ- অধিনায়ক মেজর শেখ মোঃ মুজাহিদুল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলাসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন