শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রামপালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

রামপালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাগেরহাটের রামপালে র‌্যাব-৬ এর অভিযানে মোঃ সোলাইমান মোল্লা(৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে।  সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের মোঃ দাউদ মোল্লার ছেলে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‌্যাব-৬ এর চৌকস একটি দল তাকে গ্রেফতার করে।  রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচার উদ্দেশ্যে ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে  উপ-পরিদর্শক সুবীর সাহার নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল ঐ স্থানে পৌঁছালে এক সোলাইমান মোল্লা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা  ধাওয়া করে তাকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে কোমর থেকে হলুদ কাপড়ে জড়ানো একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে। এছাড়া ঐসময়ে তার কাছ থেকে ঠরাড় ণ২২ মডেলের একটি স্মার্ট মোবাইল ফোন, ০১৯২৮-৭৩৭০৪৮ নম্বরের একটি সিমকার্ড, গধীরসঁং গ২৪৩স মডেলের একটি বাটন মোবাইল ফোন, ০১৯৪২-৯৩৭৬৬০ নম্বরের একটি সিমকার্ড উদ্ধার করে। ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করে।  এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান যে, শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব একটি মামলা দায়ের করেছে এবং আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন