নিশামের ঝড়ে রেকর্ড সংগ্রহ রংপুরের
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন রনি তালুকদার-রেজা হেনড্রিকস। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জিমি নিশাম। তার ঝোড়ো ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। আসরের ২৭তম ম্যাচে এসে দুইশ ছাড়ানো সংগ্রহ দেখলো বিপিএল।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে রংপুর। যা এবারের আসরে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। রংপুরের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিকস। মিরপুরে দিনের ম্যাচে সাধারণত খুব বেশি রান হয় না। ব্যাটারদের রান পেতে বেশ বেগ পেতে হয়। তবে আজ শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন রংপুরের দুই ওপেনার রনি ও হেনড্রিকস। ২৪ রান করে রনি ফিরলে ভাঙ্গে ৬১ রানের উসোধনী জুটি। তিনে নেমে রানের চাকা সচল রাখেন সাকিব। আসরের শুরুর দিকে ভুগতে থাকা সাকিব আবারও রানে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৭ রান। টপ অর্ডার ব্যাটারদের এমন শুরুর পর শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দল। সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে অপরাজিত ৫১ রান।