রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মুন্সীগঞ্জে মাদক-অস্ত্র মামলায় ৩ ভাইসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে মাদক-অস্ত্র মামলায় ৩ ভাইসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পৃথক দুই মাদক ও অস্ত্র মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মুন্সীগঞ্জ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কাজি আবদুল হান্নান এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন। সেই সঙ্গে আসামি সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে আলাদাভাবে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন ও শাহিন আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামি জসিম উদ্দিন একই এলাকার হোসেন এবং শামসুল আলম মৃত ফজলুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতে পেসকার হোসেন। রায় ঘোষণার সময় ৩ আসামিকে কারাগার হতে আদালতে হাজির করা হয়। তবে জামিন প্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে বিপুল পরিমাণ মাদক নিয়ে নদী পথে পাচারকালে ২০২২ সালের ২ মার্চ সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে জসিমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ডগুলি, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, শাহিন আলমের কাছ থেকে ৪ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, সামছুল আলমের কাছ থেকে ৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, মাকসুদের কাছ হতে ৬ কেজি মাদক ক্রিস্টাল মেথ আইস, রিয়াজউদ্দিনের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুইটি মামলা হয়। আজ সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আসামিদের সাজা প্রদান করেন আদালত। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, রায়ের সময় ৩ আসামিকে কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় জামিনপ্রাপ্ত অস্ত্র মামলার দুই আসামি জসিমউদ্দিন ও শাহিন আলম আদালতে হাজির হয়নি। আদালত ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে কারাগারে থাকা ৩ আসামিকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন