শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে মেয়েদের প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

উলিপুরে মেয়েদের প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মেয়েদের প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে তবকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এনআরকে-টেলিথন-চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত কাবাডি খেলার উদ্বোধন করেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিন খাতুন, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু, বজরা পূর্বপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, তবকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক শাখাওয়াৎ হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, তবকপুর ইউপি সদস্য সুশান্ত মন্ডল, প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুন, প্রকল্পের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খেলায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৪৬ (৭৪-২৮) পয়েন্টের ব্যবধানে তবকপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন