শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গোবিন্দগঞ্জে মে দিবসে শহীদ মিনারে শ্রমিক সংগঠনগুলোর শ্রদ্ধা নিবেদন

গোবিন্দগঞ্জে মে দিবসে শহীদ মিনারে শ্রমিক সংগঠনগুলোর শ্রদ্ধা নিবেদন
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের (মে দিবস) প্রথম প্রহরে শহীদ মিনারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছে।
রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পৌর শহীদ মিনারে উপজেলার ২৬টির আংশিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় সংক্ষিপ্ত আলোচনা ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল রহমান প্রধান তুহিনের সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ শাখার সভাপতি নেতা এম এ মতিন মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু ও জাতীয় শ্রমিক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অলোক মোহন্ত প্রমুখ।
এর আগে জাতীয় শ্রমিক লীগ, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (৪১৫), গাইবান্ধা জেলার ট্রাক ও ট্যাঙ্ক লরী শ্রমিক ইউনিয়ন (২৮৭৬), পান্থাপাড়া বকচর কুলি শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ দোকান কর্মচারি শ্রমিক ইউনিয়ন, উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, উপজেলা কোল্ড স্টোরেজ লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন, গোলাপবাগ খাদ্য গুদাম কুলি-শ্রমিক ইউনিয়ন, উপজেলা সেলুন শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা অটো-সিএনজি-ট্যাক্সি-অটোটেম্পু-বেবিটেক্সি-কার পরিবহন চালক শ্রমিক ইউনিয়ন  সহ  শহীদ বেদীতে বিভিন্ন শ্রমজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ১ মিনিট নীরবতা পালন করে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন- ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের স্মরণে প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী ৮০টি দেশে সরকারি ছুটি সহ উদযাপিত হয় মে দিবস। সে দিনের সেই আত্মত্যাগে সকল শ্রমজীবী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে বলে বক্তারা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, সোমবার (১ মে) মে দিবস উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জের শ্রমজীবী শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে দিনভর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয়, সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলন; র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন