দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভার) পারভীন আক্তার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচালার একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জেবুন্নেছা, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, মো. ওয়াহেদ আলী, সিরাজুল ইসলাম, প্রভাষক সুসং ডিগ্রি কলেজ ড. আব্দুর রাশিদ, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী প্রমুখ।
বক্তারা বলেন, ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি, নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। সারা দেশের ন্যায় আমরাও জাতিসংঘের কাছে এ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃত দেয়ার জন্য দাবী জানাই।