শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিয়ের চারদিনের মাথায় লাশ হলেন নববধূ, স্বামী পলাতক

বিয়ের চারদিনের মাথায় লাশ হলেন নববধূ, স্বামী পলাতক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নাটোরের সিংড়ায় বিয়ের চার দিনের মাথায় নুপুর বেগম (২৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নববধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। ঘটনার পর থেকে স্বামী আজমল হোসেন পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নুপুর বেগমকে হত্যা করা হয়েছে। রোববার (৮ এপ্রিল) সকালে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধূ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের আজমল হকের সঙ্গে পার্শ্ববর্তী বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে নুপুরের বিয়ে হয়। হঠাৎ রোববার ভোরে সেহরির সময় নববধূর মৃত্যু সংবাদ পান প্রতিবেশীরা। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী জড়ো হতে থাকেন ওই বাড়িতে। পরে তারা পুলিশে খবর দিলে সিংড়া থানা পুলিশ বাড়িতে গিয়ে নুপুরের মরদেহ উদ্ধার করে। সুত্র জানায়, নিহত নববধূ ও তার পলাতক স্বামী উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের বিয়ে হয়। এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন, তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন