রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিমানে ছিল ১৪৮ যাত্রী, যান্ত্রিক গোলযোগে দাউ দাউ করে জ্বলে উঠল ইঞ্জিন!

বিমানে ছিল ১৪৮ যাত্রী, যান্ত্রিক গোলযোগে দাউ দাউ করে জ্বলে উঠল ইঞ্জিন!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আমেরিকার শিকাগো শহরে ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ইউনাইটেড এয়ালাইন্সের একটি বিমান। ১৪৮ জন যাত্রী নিয়ে বিমানটি তখন উড্ডয়নের জন্য প্রস্তুত। আচমকাই বিমানের একটি ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন।

ইঞ্জিনে আগুন ধরার সঙ্গে সঙ্গেই টেকঅফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। সোমবার ইউনাইটেডের ২০৯১ নং ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।

রিপোর্ট অনুযায়ী, শিকাগো থেকে সিয়াটেলের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইউনাইটেডের ২০৯১ নং ফ্লাইটের। তবে টেকঅফের আগেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

জানা গেছে, এয়ারবাস ৩২০ বিমানটির একটি ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। সেই সময় বিমানটি ট্যাক্সিওয়েতে ছিল। টেকঅফের জন্য প্রায় প্রস্তুত ছিল ইউনাইটেডের ফ্লাইটটি। তবে ইঞ্জিনে আগুন লাগতেই সঙ্গে সঙ্গে টেকঅফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে।

অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন ১৪৮ জন যাত্রী। এ ছাড়াও পাঁচজন বিমানকর্মী ছিলেন বিমানটিতে। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মার্কিন বিমান পরিবহন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড এয়ারলাইন্স পৃথক দুটি বিবৃতি জারি করে ঘটনার সত্যতা যাচাই করেছে।

তবে এই দুর্ঘটনায় বিমানের কোনো যাত্রী হতাহত হননি বলে দাবি করেছে এয়ারলাইন্সটি। বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর সেটিকে ট্যাক্সিওয়ে থেকে টার্মিনাল গেটে নিয়ে আসা হয়। সেখানে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় বিমান থেকে।

এই দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমান অবতরণ বন্ধ রাখা হয়েছিল ও’হেয়ার বিমানবন্দরে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন