রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লেকে ডুবে গেল মোবাইল চোর

লেকে ডুবে গেল মোবাইল চোর

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক ব্যক্তি হাতিরঝিল লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে চুরি করে পালানোর চেষ্টা করেন। পরে পথচারীরা ধাওয়া দিলে ওই ব্যক্তি গুলশান লেকের পানিতে ঝাপ দেয়। সাঁতার কেটে কিছুদূর যাওয়ার পর তাকে আর দেখা যায়নি।

ওসি জানান, পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই ব্যক্তি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল পৌনে ১১টা থেকে কাজ করছে। তবে লেকের পরিধি বড় হওয়ার এখনও তার সন্ধান মেলেনি।

সর্বশেষ বিকেল সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাশার বীন খালিদ জানান, গুলশান লিংক রোডে এখনও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন