বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

জলঢাকায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা
এরশাদ আলম জলঢাকা(নীলফামারী) প্রতিনিধঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক কৃষকের ধান কাটা কর্মসূচী পালন করেছে জলঢাকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বিকাশ চন্দ্র রায়ের নেতৃত্বে উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতা- কর্মীরা। মঙ্গলবার ১৬ই মে সকালে বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম দক্ষিণ পাড়া এলাকায় এ কর্মসূচী পালন করা হয়েছে।
এসময় তারা দরিদ্র  কৃষক হরেন্দ্র নাথ রায়(৬৫) এর ৪৬ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বিকাশ চন্দ্র রায়ের নের্তৃত্বে ধান কাটা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত,আব্দুস
সালাম,শিশির,মনির,মোস্তফা,রানা,উজ্জ্বল,
সহদেব,সবুজ,লিটন,সাগর,কাফী,রবি,আলমগীর,অজয়,আশিক,রুবেল,মামুন,সজিবসহ অনেকে।
কৃষকের ধান কাটা কর্মসূচীর বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বিকাশ চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনার পাশাপাশি নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার এর নির্দেশক্রমে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে নিয়ে দরিদ্র কৃষক হরেন্দ্র নাথ রায়(৬৫)এর ৪৬ শতাংশ ধান কেটে তার বাড়িতে পৌছে দিয়েছি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের কর্মীরা সদা সর্বদা সোচ্চার রয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন