রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে গণিত উৎসব অনুষ্ঠিত এএফএম মমতাজুর রহমান

আদমদীঘিতে গণিত উৎসব অনুষ্ঠিত এএফএম মমতাজুর রহমান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে সান্তাহার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গণিত ও বিঞ্জান কাবের উদ্যেগে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে তানভির হাসান নয়নের সার্বিক সহযোগীতায় সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে এই উৎসবের আয়োজন করে গণিত ও বিঞ্জান কাব ।
গণিত উৎসবের উদ্বোধন করেন, বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্য আসাদুল হক। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের উপধা বাবুল হোসেন, গণিত ও বিঞ্জান কাবের সাধারন সম্পাদক ও সহকারি অধ্যাপক দিলীপ কুমার, কলেজের শিক মাসুদ রানা, জিয়াউল হক, সেলিনা বেগম, শাহানাজ বেগম, কাজি বেলাল হোসেন, ইউনুস আলী, শরীর চর্চা শিক দেওয়ান আল আমিন, উত্তম ভৌমিক, আদমদীঘি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক জিয়াউর রহমান, কদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক দেলোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল ইসলাম, সাগর খান, আবুবক্কর সিদ্দীক দুখু প্রমূখ। উৎসবে উপজেলার ১৭টি মাধ্যমিক প্রতিষ্ঠানের ২৫০ জন শিার্থী অংশ গ্রহন করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন