শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে মৌসুমের তৃতীয় নিলাম অনুষ্টিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মৌসুমের তৃতীয় চা নিলাম অনুষ্টিত হয়েছে। নিলামে ৭৪ হাজার ৬৮০ কেজি চা উঠে। বিক্রি হয়েছে ২৫ হাজার ৪৫ কেজি।শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার হাউজসহ ১৫/২০জন বায়ার অংশ নেয়।
বুধবার (১৭মে) শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের ৫টি ব্রোকারস হাউসসহ ১৫/২০ জন বায়ার নিলামে অংশগ্রহণ করেন।
নিলামে ৭৪ হাজার ৬৮০ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৮০ টাকা। প্রতি কেজি চায়ের গড় মূল্য আনুমানিক প্রায় ২০০ টাকা। বিক্রি হয়েছে ২৫ হাজার ৪৫ কেজি চা। অনাব্রষ্টি আর অনুপযোগি আবহাওয়ার করণে চায়ের গুনগতমান ও উৎপাদনে ভাটা পড়েছে বলে জানিয়েছেন চা সংস্লিষ্টরা।
শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, প্রায় ৭৫ হাজার কেজির মতো চা অপারিং হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে চায়ের কোয়ালিটি তেমন ভালো হয়নি। বায়াররাও অনেক কম আসছে। তাছাড়া চায়ের দাম পূর্বের তুলনায় অনেক কমছে। টাকার সংখ্যায় আনুমানিক প্রায় দেড় কোটি টাকার মতো চা অপারিং হয়েছে।
বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিএম শিবলী জানান, চলতি মে মাসে বৃষ্টিপাত কম হওয়ায় চায়ের নতুন কুঁড়ি আসছে না। অনাবৃষ্টিতে চায়ের উৎপাদন কমে এসেছে । বুধবার বৃষ্টি হচ্ছে। আশাকরি এরকম কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে চায়ের নতুন কুঁড়ি আসবে, এবং চায়ের উৎপাদন ভালো হবে।