শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা 

রাজারহাটে তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা 
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আমিরুল হক ভূঞা।
শুক্রবার ৪ অক্টোবর সকাল ১০ঃ০০ঘটিকার দিকে নৌকা যোগে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট গতিয়াশাম ও বিদ্যানন্দের রামহরি, কালিরহাট ঘুরে দেখেন। পরে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাঙ্গন পীড়িত মানুষের মাঝে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। আলোচনার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে নদী ভাঙনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাসিন্দারা নদী ভাঙনের স্থায়ী সমাধান হিসেবে নদী খনন ও দুই তীরের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তোলেন। আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, তিস্তা মহাপরিকল্পনার জন্য চায়না সমীক্ষা সমাপ্ত হয়েছে সেটা নীতিনির্ধারনী পর্যায়ে আছে। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা স্ট্যাডি করছি সেটা কমপ্লিট হয়ে গেছে রিপোর্টও আমরা পাইছি। দুই পাশে দুই তীরে স্থায়ী বাঁধ নির্মাণ সহ আর কি কি লাগবে যেখানে যেটা লাগবে সেটা সংযুক্ত করে চুড়ান্ত প্লান সাবমিট করার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে তিস্তা পাড়ের মানুষদের দাবি আদায়ে সর্ববৃহৎ সংগঠন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবি সম্বলিত একটি আবেদন মহাপরিচালকের হাতে  তুলে দেন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড আয়োজিত উক্ত অনুষ্ঠানে ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আমিরুল হক ভূঞা। এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ। স্থানীয়দের মধ্য থেকে এলাকার সমস্যা তুলে ধরেন শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিকুর রহমান আশিক। সঞ্চালনা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর, ১ মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর, ২ মোঃ মিজানুর রহমান, সাংবাদিক সহ অত্র এলাকার নাগরিক বৃন্দ। অনুষ্ঠান শেষে নদী পথে থেতরাই পর্যন্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন