শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার দুপুর ৩ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কে
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ১০জন প্রার্থী বৈধতা পেয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ ও
ভাইস চেয়ারম্যান পদে দুই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ প্রমূখ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান,
সাবেক সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা ও প্রভাষক তোফায়েল হোসেন লিটন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্য ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাঁপা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন ও আছমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
উল্লেখ্য, নির্বাচন তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র বাছাই আজ শেষ দিন। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন