শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন- আইজিপি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাাৎ করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে এসে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নিহতের পিতা-মাতার সাথে সৌজন্য সাাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ।
আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর নেওয়া শেষে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলে কর্মসূচির উদ্বোধন করবেন তিনি এরপর বেলা ২ টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আইজিপি।