রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে সাত দিন ব্যাপী রাসযাত্রা শুরু

ফুলবাড়ীতে সাত দিন ব্যাপী রাসযাত্রা শুরু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাত দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) রাত ৯টায় ফুলবাড়ী  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গনে সাত দিন ব্যাপী রাসযাত্রার শুভ উদ্ধোধন করেন সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়। উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডলের সঞ্চলনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অনীল চন্দ্র রায়, রাধাগোবিন্দ রাসযাত্রা উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক সঞ্জিত কুমার, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস প্রমূখ।
এ সময় অন্নদা বিশ্বাস,নিরঞ্জন বিশ্বাস, বসন্ত বিশ্বাস, নরেন্দ্রনাথ বিশ্বাস,পরেশ চন্দ্র বিশ্বাস ও সংবাদ কর্মী রণবীর চন্দ্র রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন