গাইবান্ধায় ৪১ হাজার মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় সরকারিভাবে ৭ উপজেলায় ৪১ হাজার ২৫ মেট্রিক টন বোরো ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ১০ হাজার ৬৫১ মেট্রিক টন ধান ও জেলার মিলারদের কাছ থেকে ৩০ হাজার ৩৭৪ টন চাল সংগ্রহ করা হবে।
সোমবার (২২ মে) দুপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে এ তথ্য জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান। এতে প্রতি কেজি ধানের দাম ২৮ টাকা ও চালের দাম ৪৪ টাকা নিধারণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান বলেন, ৭ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে ১১টি ক্রয় কেন্দ্রে প্রায় ১ হাজার মেট্রিক টন চাল ইতোমধ্যে মিলারদের কাছ থেকে কেনা হয়েছে। এর আগে চাল সংগ্রহ অভিযানকে সফল করতে জেলার ৪৪৭টি মিলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।