শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বোদায় ৫ টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন

বোদায় ৫ টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পঞ্চগড়ের বোদায় এক সপ্তাহের ব্যবধানে ৫০ টাকার বেগুন বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হটাৎ এমন দরপতনে বেগুন চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে। বেগুন চাষীদের ক্ষেত থেকে বেগুন তুলে বাজারে বিক্রি করার পর কৃষকদের আর কোন টাকা থাকছে না। বর্তমান বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, রসুন আদা ছাড়া অন্যান্য শাক সবজির বাজার নিমুখী। যে লাউ কিছুদিন আগে বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা পিচ, সেই লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা পিচ দরে। লাল শাক, ডাটা শাক, পুই শাক, লাউ শাক সহ অন্যান্য শাক সবজির দাম অধেকের বেশি কমে গেছে।  কথা হয় বোদা পৌরসভার সাতখামার গ্রামের লাউ ও বেগুন চাষী জালাল উদ্দীনের সাথে, তিনি গতকাল শুক্রবার বোদা বাজারে লাউ ৫ টাকা পিস ও বেগুন ৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তিনি জানান এভাবে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য না পেলে অনেক কৃষক আর শাকসবজি চাষ করবে না।  এ ব্যাপারে বোদা বাজারের শাক সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে আমদানি প্রচুর হওয়ায় শাকসবজির দাম কমে গেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন