বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর  সুবর্ণচর উপজেলায়  অবৈধ একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসন ইটভাটাটির কিলন ও চিমনি ভেঙে অকেজো করে দিয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় উপজেলার ৬নং চর আমানউল্লাহ ইউনিয়নের যমুনা ব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে এ অভিযান  পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে কার্যক্রম চালাচ্ছিল যমুনা ব্রিক। তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় জন সাধারণের ভাষ্যমতে, যুমনা ব্রিক ম্যানোফ্যাকচারিংয়ের মালিক অবৈধভাবে কাগজপত্র উপস্থাপন করে  হাইকোর্টে থেকে ব্রিকফিল্ডের অনুমোদন নিয়ে আসে,এতে করে আমাদের কৃষিজমিসহ তিন ফসলি জমির মারাত্বক ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।
আমরা এই ধরণের অভিযানকে সাধুবাদ জানায়,পাশাপাশি অত্র ইউনিয়নের অন্যান্য ব্রিক ফিল্ডেও অভিযান চালানোর জন্য অনুরোধ জানাই। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপজেলার কিছু সাংবাদকর্মী মাসিক মাসোহারা নিয়ে এসব অপরাধে সুযোগ করে দিচ্ছে গুঞ্জন উঠে।
যুমনা ব্রিকফিল্ডের মালিক মো:মাছুম বলেন,’আইনগত বৈধতা থাকা সত্ত্বেও আমার ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়েছে।
এতে আমার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল।কারো ইন্ধনে প্রশাসন এমন কাজটি করেছে বলে আমি মনে করি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না কাউকে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় কিছু ইটভাটার মালিকপক্ষ অভিযান হবে শুনলেই মোটা অংকের অর্থ দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে অভিযান পরিচালনায় ব্যাহত করার অভিযোগ করেন একাধিক সূত্র।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন