লালমনিরহাটে আওয়ামীলীগের দখলে থাকা কোটি টাকার অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ
লালমনিরহাট প্রতিনিধি: আওয়ামীলীগের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট সংলগ্ন মেইন রোড়ে রেলের জমিতে অবৈধভাবে নির্মিত থাকা সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহুরুল হক মামুনের কয়েক কোটি টাকার মার্কেট গুড়িয়ে দিয়েছেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ।
রোববার ১২ জানুয়ারী ২০২৫ ইং তারিখ সকালে রেলের জমিতে অবৈধ নির্মিত স্থপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে ওই অবৈধ মার্কেট উচ্ছেদ অভিযানে আসেন রেল কর্তৃপক্ষ। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে বিডিআর গেট রেললাইনের পাশে থাকা ফলের দোকানগুলোও উচ্ছেদ করা হয়েছে। অভিযানে রেলের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
গত আওয়ামীলীগের আমলে দলের প্রভাব খাটিয়ে রেলের জমি দখল করে সাবেক ওই আওয়ামীলীগ নেতা। পরে সেখানে সাবেক ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা জহুরুল হক মামুন ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ আওয়ামীলীগের কতিপয় নেতা মিলে আলিশান মার্কেট তৈরি করে। বার বার নোটিশ দেয়ার পরেও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে ভাগ বাটোয়ারা করে নেয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে মার্কেট নির্মাণের কয়েকবছর পর সাবেক ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা জহুরুল হক মামুন মারা গেলে তার পরিবারের দখলে থাকে মার্কেটটি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বতীকালীন সরকার গঠন হলে জেলা আওয়ামীলীগের শীর্ষ সকল নেতা পালিয়ে যায়। পরে রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান ও রাজিব বলেন,দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থপনা উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ জনগনের মাঝে। তারা অন্তর্বতীকালীন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
রেলের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে ওই উচ্ছেদ অভিযান করা হয়েছে। রেলের জমিতে যত অবৈধ স্থাপনা আছে। পর্যায়ক্রমে সকল স্থপনা উচ্ছেদ করা হবে বলে জানান, বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক।