বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

রাজারহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাটে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
 রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলাতেও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ জানুয়ারি রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী তরুণদের সমন্বয়ে সাতটি গ্রুপ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দের ভাবনায় উঠে আসে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, কৃষি খাত, কল্যাণমূলক রাষ্ট্র গঠনে করণীয়, এছাড়াও দেশের নদী সমূহের সংষ্কার বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয় সহ নানাবিধ চমকপ্রদ বিষয়। এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মানে এ কর্মশালা অগ্রণী ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান দুর্জয়,আল মিজান মাহিন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া ছাড়াও  অন্যান্যের মধ্যে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সরকার,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব, মোঃ আরিফুল ইসলাম লাভলু উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল আনোয়ারী, রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ আবু তাহের, মোঃ আব্দুল হাই, অধ্যক্ষ রাজারহাট সিনিয়র মাদ্রাসা, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান লিটন প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন