পলাশবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন,পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।