পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম, রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ দিকে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।