বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে  নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলীর সন্মাননা 

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে  নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলীর সন্মাননা 
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য পীরগঞ্জের কৃতি সন্তান  সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলী। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে  দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।  জেনারেল এ্যাসেম্বলীর স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশীয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয় । শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে এ সময় জানান সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী । নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যানের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে  বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএর পরিচালক  চৌধুরী হাসিন ফারাহ।  উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব  আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক  ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড়, দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা  নেয়া উচিত তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।  খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে  বাফোলে সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা  দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন