ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, কৃষক নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সমলয়ে বোরো চাষাবাদ আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত। এটি শুধুমাত্র কৃষকদের জন্য আর্থিকভাবে লাভজনক হবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২১৫ হেক্টর। এর মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি মাধ্যমে করে ৫০ একর জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে। সমলয়ে চাষাবাদের এ আধুনিক পদ্ধতি কৃষি খাতে সময় ও শ্রম এবং খরচ কমানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।