সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলিতে মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

হিলিতে মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি হিলি(দিনাজপুর)

দিনাজপুরের হিলিতে মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গাজীর মোড় সিনিয়ার একাদশের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় মানিক বেকারী মাঠে সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট খেলাটি উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপাত ফেরদৌস রহমান।

উদ্বোধনে ম্যাচ গাজীর মোড় পার্টনার একাদশ বনাম বড় ডাঙ্গাপাড়া শাপলা ক্লাব একাশের অংশগ্রহণের মধ্যদিয়ে খেলাটি শুরু হয়।

আয়োজনকারী বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে ফিরে আনতে প্রতিবছর ন্যায় এই বছরেও ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। এই খেলা উৎসাহ থেকে তরুণ প্রজন্ম আগামি দিন খেলার প্রতি আগ্রহ বাড়বে এমন টায় বলেন তারা ।

এ সময়  হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সংগঠনিক সম্পাদক হযরত আলী সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন সহ  অনেকে উপস্থিত ছিলেন।

মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন