রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে সহস্রাধিক কম্বল ও সোয়েটার বিতরণ করেছে গুলশান বনানী পূজা ফাউন্ডেশন

শ্রীমঙ্গলে সহস্রাধিক কম্বল ও সোয়েটার বিতরণ করেছে গুলশান বনানী পূজা ফাউন্ডেশন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে ৫৫০পিস কম্বল ও ৫৫০ পিস সোয়েটার বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রæয়ারি) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মির্জাপুর ও ভূনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুলশান পূজা ফাউন্ডেশনের সহ সভাপতি সুধাংশু কুমার দাস, সদস্য অপূর্ব কুমার সাহা, মনোজ সেনগুপ্ত, মনিমালা সাহা, রাধেশাম ঘোষ রাজু, বনমালী মন্ডল, অভিজিৎ দাস, সজীব কুমার ভক্ত, শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দেব, চিত্রশিল্পী বিপ্লব দেব, সাংবাদিক বর্ন চক্রবর্তী, আল ইব্রাহীম ও শ্যামলী সায়েস্তাগঞ্জের ম্যানেজর মো: শহীদ আহমদ। গুলশান পূজা ফাউন্ডেশনের সহ সভাপতি সুধাংশু কুমার দাস জানান, গুলশান পূজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় তারা এ বছরও পাঁচশত পঞ্চাশজন মানুষকে একটি করে কম্বল ও একটি করে সোয়েটার উপহার দিয়েছেন। তিনি জানান, শ্রীমঙ্গলের পাশাপাশি তারা চলমান সাপ্তাহেই মৌলভীবাজারের আরো কয়েকটি স্থানে এ শীতবস্ত্র বিতরণ করবেন। এর আগে সূদূর ঢাকা থেকে শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় এসে মানুষের পাশে দাঁড়ানোতে গুলশান পূজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানায় শ্যামলী পরিবহন শ্রীমঙ্গল পরিবার।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন