রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. আনোয়ার হোসেন ও এএসআই মো. নজরুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর ৫৮৭/২৪ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. চান মিয়া, জিআর ৬৮/২৪ (শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহরের শাপলাবাগ এলাকার বাবুল মিয়ার ছেলে মামুন মিয়া অরফে ভাঙ্গারী মামুন (২৫) ও এনজিআর ১৭০/২৪ (শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বরুনা হাজীপুর গ্রামের আব্দুল হেকিম এর ছেওে সাগর মিয়া (২৫) কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন