পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা


মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পার্বতীপুরে কারিগরী শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আওতায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৮

দিনাজপুরের পার্বতীপুরে কারিগরী শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আওতায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর (সহকারী কমিশনার (ভূমি))। পার্বতীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান। স্কিল কম্পিটিশন মেলায় প্রশিক্ষণার্থীদের নিয়ে স্কিল কম্পিটিশনের বাস্তব চিত্র প্রদর্শন করা হয়।