সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ইফতার মাহফিল ও কর্মীসভার মধ্য দিয়ে উজ্জীবিত শ্রীমঙ্গল বিএনপির রাজনীতি 

ইফতার মাহফিল ও কর্মীসভার মধ্য দিয়ে উজ্জীবিত শ্রীমঙ্গল বিএনপির রাজনীতি 

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘ সময় ধরে জিমিয়ে পড়া বিএনপির রাজনীতি এখন চাঙ্গা হয়ে উঠেছে। রমজান মাস শুরু থেকে প্রতিদিন ইফতার মাহফিল ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় নির্দেশেনা অনুযায়ী  শহর থেকে গ্রামগঞ্জে তৃনমূল নেতৃবৃন্দদের এক কাতারে নিয়ে এসেছেন জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু।
ইতোমধ্যে জেলা ও উপজেলা গুলোতে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি। এখন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঘোষনা করবে উপজেলা আহ্বায়ক কমিটি।
শ্রীমঙ্গল উপজেলার ১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনকে সামনে রেখে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে কর্মীসভা ইফতার মাহফিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই কোন না কোন ওয়ার্ডে অনুষ্টিত হচ্ছে কর্মী সমাবেশ এবং ইফতার মাহফিল । এসব অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের জজ্জীবিত রাখছেন জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।
মহসিন মিয়া মধু বলেন, ১৭ বছর পর এখন আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছি। গত ১৭ বছরে  এরকম প্রকাশ্যে আমরা সভা-সমাবেশ এমনকি পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজনও করতে পারিনি। ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে আজ আমরা স্বাধীন রাজনীতি করার সুযোগ পেয়েছি। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে  এবং পৌরসভা এলাকায় আমরা ইফতার মাহফিলের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীরা মিলিত হচ্ছি। আজও পৌরসভা ও সদর ইউনিয়নের ওয়ার্ড কমিটির আয়োজনে দুটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এসব অনুষ্টানে কয়েক হাজার নেতাকর্মীরা মিলিত হবেন। এতে করে দলের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এমন উৎসব ধরে রাখলে আগামী জাতীয় নির্বাচনে ভালো প্রভাব পড়বে বলে আশা করছেন বিএনপির এই নেতা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন