শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজার প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারি বেসরকারি প্রতিষ্টানসহ রাজনৈতিক দল।
শুক্রবার (২১ ফেব্রæয়ারি) রাতে প্রথম প্রহর থেকে শুরু হয় শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। আইন শৃংখলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, উদীচি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলা কমিটিসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা মহান শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন