সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কমলগঞ্জে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই যুবক গ্রেপ্তার

কমলগঞ্জে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং অবৈধ সিগারেট বহনের দায়ে একটি মোটরসাইকেল জব্ধ করেছে পুলিশ। এসময় মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) ও আধপাশা গ্রামের শংকর দেব (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি গঙঘউ ব্র্যান্ডের ১০ হাজার শলাকা সিগারেট এবং একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানোর মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন